voice change in english,voice change rules,Voice Change (Active to Passive),voice change এর নিয়ম,voice change exercise
voice change in english,voice change rules,Voice Change (Active to Passive),voice change এর নিয়ম,voice change exercise
Voice হলো Verb এর গঠন যার দ্বারা Subject নিজে কিছু করে বা অন্যের কাজ তার উপর এসে পড়ে তা বুঝায়।
Voice দু'প্রকারঃ
(1)
Active
voice
(2)
Passive
voice
Ø Active voice: যে Sentence এ Subject
নিজে সক্রিয় বা active হয়ে কাজ সম্পন্ন করে, সে Sentence -এ verb এর Active voice হয়।
I do the work
ব্যাখ্যাঃ উপরের
Sentence এ Subject "I" নিজে কাজটি করে। "I" Subject এখানে সক্রিয়
বা active. তাই
Sentence-টি
Active Voice.
Ø Passive Voice: যে Sentence এ
Subject নিজে কাজ সম্পন্ন করে না বরং object এর কাজটি তার উপর এসে পড়ে তখন সে Sentence এ Verb এর
Passive Voice হয়।
The work
is done by me.
ব্যাখ্যাঃ উপরের
Sentence-এ Subject The work নিজে is done এর কার্য সম্পন্ন করে না বরং অন্য
কর্তৃক সম্পন্নকৃত
কার্যের ফল ভোগ করে।
তাই
Sentence টি Passive voiceparticiple +by+ subject টির objective form.
যেমনঃ-
Active: He
has done the work. Passive: The work has been done by him.
Active: I
have eaten rice. Passive: Rice has been eaten by me.
(d) Past Indefinite Tense যুক্ত
Active Voice কে Passive Voice এ পরিবর্তন করার নিয়মঃ-
(i) Object
টি Subject হয় + (ii) was/were বসে+ (iii) মূল Verb এর Past Participle বসে+ (iv)
by বসে+ (v) Subject টির Objective form হয়।
Structure-
Object টির Subjective form+ was/ were + মূল Verb-এর Past Participle + by +
Subject এর Objective form.
যেমনঃ-
Active:-
He killed a bird. Passive:- A bird was killed by him.
Active:- I
read the books. passive:- The books were read by me.
(e) Past Continuous Tense এর
Active Voice কে Passive Voice এ-পরিবর্তন করার নিয়মঃ-
(i) Object
টি Subject হয়+ (ii) was being/ were being বসে+ (iii) মূল Verb এর Past
Participle বসে+ (iv) by বসে+ (v) Subject টির Objective form বসে।
Structure:-
Object টির Subjective form + was being/ were being + মূল Verb এর Past
Participle+ by + Subject টির Objective form,
যেমনঃ-
Active: He
was reading a book.Passive: A book was being read by him.
Active:
They were flying kites. Passive: Kites were being flown by them.
(f) Past Perfect Tense এর Active
Voice কে Passive Voice এ পরির্তন করার নিয়মঃ-
(i) Object
টি Subject হয়+ (ii) had been বসে+ (iii) মূল Verb এর Past Participle বসে+ (iv)
by বসে+ (v) Subject টির Objective form বসে।
Structure:-
Object টির Subjective form + had been +মূল Verb এর Past Participle + by +
Subject টির Objective form
Active: I
had written the letter.
Passive:
The letter had been written by me.
Active: We
had dug the canal.
Passive:
The canal had been dug by us.
(g) Future Indefinite tense যুক্ত
Active Voice কে Passive Voice এ পরিবর্তন করার নিয়ম:-
(i) Object
টি Subject হয়+ (ii) shall be/ will be বসে+ (iii) মূল Verb এর Past Participle বসে+
(iv) by বসে+ (v) Subject টির Objective form বসে।
Structure:-
Object টির Subjective form + will be/ shall be+ মূল Verb এর Past Participle +
by + subject টির objective form বসে।
যেমনঃ
Active:- I
shall do the work. Passive: The work will be done by me.
Active: He
will help me. Passive: I shall be helped by him.
(h) Future Continuous Tense যুক্ত
Active Voice কে Passive Voice-এ পরিবর্তন করার নিয়মঃ-
(1) Object
টি subject হয়+ (ii) shall be being/ will be being বসে+ (iii) মূল Verb এর Past
Participle বসে+ (iv) by বসে+ (v) Subject এর Objective form বসে।
Structure:
Object টির Subjective form + shall be being/ will be being + মূল Verb এর Past
Participle+
by + subject টির objective form.
Active:
The teacl. r will be teaching us. Passive: We shall be being taught by the
teacher.
Active: We
shall be taking tea. Passive: Tea will be being taken by us.
(i) Future Perfect Tense যুক্ত
Active Voice কে Passive Voice-এ পরিবর্তন করার নিয়ম-১
(i) Object
টি Subject হয়+ (ii) shall have been/ will have been বসে+ (iii) মূল verb এর past
participle বসে + (iv) by বসে+ (v) Subject টির objective form বসে।
Structure:-
Object টির Subjective form + shall have been/ will have been+ মূল Verb এর Past
Participle + by + Subject টির Objective form।
যেমনঃ-
Active: He
will have read the book.
Passive:
The book will have been read by him.
Active:
They will have finished the work.
Passive:
The work will have been finished by them.
Rule 4. May, might, can, could, must, ought to,
going to যুক্ত Active Voice কে Passive Voice এ পরিবর্তন করার সময় এদের পরে be বসে
এবং তার পরেই মূল Verb টির Past Participle বসে।
যেমনঃ
Active: I
may help you.
Passive:
You may be helped by me
Active: We
ought to obey our parents.
Passive:
Our parents ought to be obeyed by us.
Active:
You must do the work.
Passive:
The work must be done by you.
Active:
They are going to open a bank.
Passive: A
bank is going to be opened by them.
Rule 5. Imperative Sentence এর
Active Voice থেকে Passive Voice করার নিয়মঃ-
(a) শুধুমাত্র
মূল verb দিয়ে শুরুযুক্ত Active Voice কে Passive voice এ রূপান্তরিত করার নিয়মঃ-
(i) প্রথমে
Let বসে+ (ii) Object টি Subject রূপে বসে। (iii) be+ (iv) মূল Verb এর Past
Participle.
Structure:-
Let + object টি Subject হয়+be+মূল verb এর Past Participle, যেমনঃ-
Active: Do
the work.
Passive:
Let the work be done.
Active:
Shut the door.
Passive:
Let the door be shut.
Active:
Write the letter without any delay.
Passive:
Let the letter be written without any delay.
(b) Do not দিয়ে শুরু যুক্ত
Imperative Sentence এর Active Voice কে Passive Voice এ রূপান্তরিত করার নিয়মঃ-
(i) প্রথমে
Let not বসে+ (ii) Object টি Subject রূপে বসে+ (iii) be বসে+ (iv) মূল Verb এর
Past Participle বসে।
Structure:
Let not+object টি Subject হয়+be+মূল verb এর Past Participle, যেমনঃ-
Active: Do
not shut the door.
Passive:-
Let not the door be shut.
Active: Do
not play football at noon.
Passive:-Let
not football be played at noon.
Active: Do
not hate the poor.
Passive:
Let not the poor be hated.
(c) Let + ব্যক্তিবাচক object
(me, us, you, them, him, her) যুক্ত Imperative Sentence এর
Active Voice কে Passive Voice-এ রুপান্তরিত
করার নিয়মঃ-
(i) প্রথমে
Let বসে+ (ii) Object টিই Subject রূপে বসে+ (iii) be বসে+ (iv) মূল Verb এর Past
Participle
বসে+ (v) by বসে+ (vi) প্রদত্ত ব্যক্তিবাচক object টি বসে।
Structure:-
Let + object টি Subject হয়+ be + মূল verb এর past participle + by + ব্যক্তিবাচক
object যেমনঃ-
Active:
Let me do the work.
Passive:
Let the work be done by me.
Active:
Let him write a letter.
Passive:
Let a letter be written by him.
Active:
Let the girl sing a song.
Passive: Let
a song be sung by the girl.
(d) Never যুক্ত Imperative
Sentence কে Passive করার নিয়মঃ
(i) প্রথমে Let never বসে+ (ii) Object টি Subject হয়+
(iii) be বসে+ (iv) মূল Verb এর Past Participle বসে। যেমনঃ-
Active:-Never
tell a lie.
Passive:-Let
never a lie be told.
(e) মূল verb + ব্যক্তিবাচক
Object (me, us, you, them, him, her) যুক্ত Imperative Sentence কে Passive করার নিয়ম:
(i) প্রথমে
Let বসে+ (ii) direct Object টি (মূল verb এর পরে যে Object টি থাকে) + Subject হয়
+ (iii) be বসে+ (iv) প্রদত্ত মূল verb এর Past Participle বসে+ (iv) for বসে প্রদত্ত
ব্যক্তিবাচক Object টি বসে। যেমনঃ-
Active:
Buy me a shirt.
Passive:-Let
a shirt be bought for me.
(1) object
টি subject রূপে বসে+ (ii) tense অনুযায়ী auxiliary verb বসে+ (iii) প্রদত্ত মূল
verb এর past participle বসে+ (iv) প্রদত্ত preposition বসে + (v) by বসে+ (vi)
subject টির objective form বসে।
Active:
She looks after the orphans.
Passive:
The orphans are looked after by her.
Active:
The track ran over the boy.
Passive:
The boy was run over by the track.
Active:
They laughed at the old man.
passive:
The old man was laughed at by them.
11.Reflexive object (myself, ourselves, yourself, yourselves,
themselves, himself, herself) যুক্ত Active voice কে Passive voice এ পরিবর্তন নিয়ম:-
(i) প্রদত্ত
Active voice এর subject টি অপরিবর্তিত অবস্থায় Passive voice এর subject হিসাবে প্রথমে
বসে + (ii) tense ও person অনুযায়ী auxiliary verb বসে+ (iii) মূল verb এর past
participle বসে+ (iv) by বসে + (v) Reflexive object-টিই বসে।
Active:-
He killed himself.
Passive:-He
was killed by himself.
12. Rule:- Factitive
object/complementary object যুক্ত active voice কে passive voice এ পরিবর্তনের নিয়ম:-
Factitive
object এর সংজ্ঞাঃ Select, elect, nominate, make, call, name ইত্যাদি transitive
verb গুলোর object থাকা সত্ত্বেও সম্পূর্ণরূপে অর্থ প্রকাশ করতে পারে না। পরিপূর্ণ
অর্থ প্রকাশ করার জন্য অতিরিক্ত object আনতে হয়। এইরূপ অতিরিক্ত obejct কে
Factitive object বলে।
যেমনঃ- We
made him captain.
নিয়মঃ-
(i) প্রদত্ত-Pronominal
object-টি (me, us, you, them, him, her) / নামবাচক object টি Subject হয় + (ii)
tense ও person অনুযায়ী auxiliary verb বসে+ (iii) মূল verb এর past participle বসে
+ (iv) Factitive object টি বসে+ by (v) Subject টির objective form বসে।
Active:-
We made him captain.
Passive:-
He was made captain by us.
Active:-
He called it laurel.
-
Passive:- It was called laurel by him.
Rule 13: Cognate object এর সংজ্ঞা:
কিছু Intransitive verb ইহাদের সমর্থক object নিয়ে transitive verb হিসাবে ব্যবহৃত
হয়। এ ধরনের Object-কে Cognate object বলে।
যেমন-He
ran a race.
Cognate object যুক্ত Active
Voice কে Passive voice এ পরিবর্তনের নিয়মঃ
(i) Object
টি Subject হয়+ (ii) Tense অনুযায়ী সাহায্যকারী verb বসে+ (iii) মূল verb এর past
participle বসে + (iv) by বসে+ (v) Subject টি object হয়
Active:-
He ran a race.
Passive:-
A race was run by him.
14 Rule: Quasi-passive যুক্ত
Active voice কে passive voice এ পরিবর্তনের সময় নীচের যে কোন একটি নিয়ম অনুসরণ করতে
হয়।
প্রথম নিয়ম:
(i) Active
voice এর subject টিই passive voice-এর Subject হিসেবে বসে+ (ii) Tense অনুযায়ী
Auxiliary verb বসে+ (iii) Adjective টি বসে+ (iv) when বসে + (v) প্রথম subject অনুযায়ী
it/they বসে + (vi) আবারো tense অনুযায়ী সাহায্যকারী verb বসে+ (vii) মূল verb এর
past participle বসে।
দ্বিতীয় নিয়ম:
(1) Active
voice এর subject টিই passive voice-এর subject হিসেবে বসে+ (11) tense অনুযায়ী
Auxiliary verb বসে+ (iii) মূল verb এর past participle বসে+ (iv) Adjective-টি বসে।
Active:
Honey tastes sweet.
Passive: Honey
is sweet when it is tasted (প্রথম নিয়ম অনুসারে)
or, Honey
is tasted sweet (দ্বিতীয় নিয়ম অনুসারে)
Active:
Rice sells cheap.
Passive:
Rice is cheap when it is sold.
or, Rice
is sold cheap.
Rule 15. Infinitive যুক্ত Active
voice কে Passive Voice করার নিয়মঃ-
Adjective-এর
পর Infinitive ব্যবহৃত হলে তা সবসময় active voice এ-থাকে যদিও এরূপ ক্ষেত্রে
passive
voice এর অর্থ প্রকাশ পায়। যেমনঃ-
Mangoes
are good to eat. (to be eaten হবে না)
English is
not easy to learn. (to be learnt হবে না)
Football
is interesting to play. (to be played হবে না)
Money is
hard to earn. (to be earned হবে না)
Boiled egg
is hard to digest. (to be digested হবে না)
বিঃ দ্রঃ তবে
adjective ছাড়া অন্য সবক্ষেত্রে Infinitive Passive voice এ ব্যবহৃত হতে পারে।
যেমনঃ-
He does
not want to be disturbed.
I do not
like to be insulted.
The
teacher ordered the student to be punished.
Rule 16. (a) Other infinitive
combinations (Infinitive যুক্ত অন্যান্য Active voice কে passive voice করার নিয়ম)
Subject-এর
পর liking/ loving/ wanting/ wishing etc+ object+infinitive যুক্ত Active voice কে
passive voice এ রূপান্তর করার নিয়মঃ-
(i) প্রদত্ত
active voice এর subject + verb বসে + (ii) Infintive এর পরের object (যদি থাকে) বসে
+ (iii) to be (passive infinitive) বসে+ (iv) Infinitive এর পরের verb এর past
participle বসে।
Active: He
wants some + one to take photographs.
Passive:-
He wants photographs to be taken.
Active:- I
want him to write the letter.
Passive:-
I want the letter to be written.
b. কিন্তু advise
/beg/order/recommend / urge+ Indirect object + Infinitive + direct, object যুক্ত
active voice কে passive voice এ রূপান্তর করার নিয়মঃ-
(i)
Indirect object-টি Subject হয় + (ii) tense অনুযায়ী auxiliary verb বসে+ (iii) মূল
verb এর past participle বসে+ (iv) Infinitive থেকে শেষ পর্যন্ত বসে অথবা,
(i) প্রদত্ত
active voice এর subject ও verb বসে+ (11) that বসে+ (iii) Direct object
(Infinitive এর পরের object টি) বসে+ (iv) Passive infinitive (should be+past
participle) বসে। যেমনঃ-
Active:-The
Manager urged the supervisor to reduce the rates.
Passive:
The supervisor was urged to reduce the rates.
Or, The
Manager urged that the rates should be reduced.
c. agree/ be anxious / arrange/
determine/ be determined/decide/ demand + infinitive+ object যুক্ত Active Voice
কে Passive voice এ রূপান্তরের নিয়ম-
(1) প্রদত্ত
Active voice এর Subject ও verb বসে+ (ii) that বসে+ (iii) Infinitive-এর পরের
Object (Direct Object) (iv) should be + (v) Infinitive-এর পরের verb-এর Past
Participle বসে।
Active: He
decided to sell the house.
Passive:
He decided that the house should be sold.
Rule-17: Gerund combinations
advise/insist/propose/recommend/suggest+
gerund+ object যুক্ত Active voiceকে
passive
voice-এ রূপান্তরের নিয়মঃ
(ii) that বসে।
(iii)
Gerund এর পরের object
(1) প্রদত্ত
Active voice এর Subject ও Verb বসে। টি বসে। (iv) should be বসে। (v) প্রদত্ত
Gerund টি verb এ রূপান্তরিত হয়ে তার Past participle বসে।
Active: He
suggested giving up smoking.
Passive:
He suggested that smoking should be given up.
Rull-18: Need, bid, dare, make,
hear, feel, let, know, behold watch প্রভৃতি verb গুলোর পর Active voice এর to উহ্য
থাকে। তবে passive করার সময় তাদের পরে to বসে। তবে let. -এ verb টির পর Passive-এ
to বসে না।
Active: He
made me do the work.
Passive: I
was made to do the work by him.
Active: I
saw him go.
passive:
He was seen to go by me.
19. Double passive should be
avoided: Double passive পরিহার করা উচিত কারণ তা অনেক সময় ভুল ব্যাখ্যা প্রদান করে।
Active:
The police ordered the criminal to be shot.
Passive
(Inc): The criminal was ordered by the police to be shot. (Double passive)
Passive
(Cor): It was ordered by the police that the criminal should be shot. or, It
was ordered to shoot the criminal.
ব্যাখ্যা: উপরের
দ্বিতীয় Sentence-টি ভুল কারণ এখানে আদেশ দেওয়া হয়েছে Criminal কে মারার জন্য। কিন্তু
the criminal was ordered দ্বারা criminal কে বলা হয় অন্য কাউকে গুলি করার জন্য যার
ফলশ্রুতিতে মূল অর্থ পাল্টে যায়।
Rule 20: অনেক ক্ষেত্রে Active
voice এর Subject- কে object করার সময় by ছাড়া অন্য preposition যেমন to, at, on,
with ইত্যাদি ব্যবহৃত হয়।
যেমনঃ
Active: He
annoyed me.
Passive: I
was annoyed with him.
Active:
The beauty of the girl marvelled him
Passive:
He was marvelled at the beauty of the girl.
Active:
His behaviour surprised me.
Passive: I
was surprised at his behaviour.
Active:
Panic seized the writer.
Passive:
The writer was seized with panic.
Active:
His performance satisfied the teacher.
Passive:
The teacher was satisfied with his performance.
Active:
The parcel contains important materials.
Passive:
Important materials are contained in the parcel.
Active:
The news shocked him.
Passive:
He was shocked at the news.
Active: I
know the boy.
Passive:
The boy is known to me.
Rule-21: One + should যুক্ত
Sentence কে Passive করার নিয়মঃ
(1) প্রথমে
Object টি Subject রূপে বসে+ (11) Should be + মূল verb এর past participle বসে। যেমন:
Active:
One should take care of one's health.
Passive:
Health should be taken care of.
Rule-22: কতিপয় Transitive verb এর
অর্থগত কারণে Passive voice হয় না। তাদের অধিকাংশ stative verbs (যে সমস্ত verb শুধু
অবস্থার নিদের্শ করে কিন্তু কর্ম সম্পাদন বুঝায় না তাকে stative verb বলে।
যেমনঃ
have, fit, suit, lack, resemble.)
Active: I
have a cow. (but not; A cow is had by me)
He
resembles his father (but not his father is resembled by him.)
THE CHANGE
OF SENTENCE FROM PASSIVE INTO ACTIVE
Active
voice কে passive voice এ রূপান্তরের নিয়ম ভালভাবে আয়ত্বে থাকলে passive voice কে
active voice এ সহজে রূপান্তর করা যায়। কিন্তু কোন passive voice এ যদি object উহ্য
থাকে (যে object এর subject হওয়া বাঞ্চনীয়) সে ক্ষেত্রে passive voice টির অর্থ অনুযায়ী
যথোপযুক্ত subject বসাতে হয়।
Passive:
His pen has been stolen.
Active:
Someone has stolen his pen.
Passive:
He was murdered at day light.
Active:
Some one murdered him at day light.
Passive:
English is spoken all over the world.
Active:
People speak English all over the world.
Passive: I
had been invited to the party.
Active: My
friend invited me to the party.
Passive:
The ship was burnt.
Active:
Fire burnt the ship.
Passive:
The tree has been uprooted.
Active: A
storm has uprooted the tree.
Passive:
He was awarded a gold medal.
Active:
They awarded him a gold medal.
Passive:
The thief was caught.
Active:
The police caught the thief.
They are
gone, He is arrived, He is come ইত্যাদি sentence গুলির passive voice না, কারণ
go, arrive, come এই verb গুলি intransitive এবং passive voice-এ-ব্যবহৃত হতে পারে
না। এগুলি They have gone. He has arrived. He has come এর alternative (পরিপূরক)।
তবে এ দুটি form এর মধ্যে অর্থগত কিছু পার্থক্য আছে। যেমন: He has gone এই
sentence টিতে time of action এর উপর জোর দেয়া হয়েছে। কিন্তু He is gone এই
sentence টিতে state of agent এর উপর জোর দেয়া হয়েছে।
WHEN TO
USE THE PASSIVE VOICE
Subject জানা
না থাকলে বা অনির্দিষ্ট হলে: He was elected chairman. (a)
ক্রিয়া সম্পাদনকারীর
উল্লেখের প্রয়োজন না হলে: Jute is grown in Bangladesh. (b)
Receiver অর্থাৎ
ভুক্তভোগীর উপর জোর বুঝালে: A boy was knocked down by a car. (c)
ক্রিয়া সম্পাদনকারী
অজ্ঞাত বা গুরুত্বহীন হলে: They were attacked on the way.
Everything
was ruined.(d)
(e) সামাজিক
এবং ঐতিহাসিক গুরুত্ব বুঝাতেঃ Radio was invented by Marconi
নিমন্ত্রন/
অনুরোধ/ ঘোষনা ইত্যাদি বুঝালেঃ Students are requested not to make a noise.
Newspaper
reports বুঝাতে: Cox's bazar was flooded by a tidal surge.
(h) কোন কার্যের
শেষ বা ফলাফল বুঝাতেঃ The meeting was postponed.
বিঃ দ্রঃ
Appear, belong, comprise, disappear despair, occur, ensure, result, wonder,
perish, refer, issue, indulge ইত্যাদি verb গুলিকে Intransitive verb বলে। এদের
passive voice হয় না।
What are the basic rules of voice change?
How many types of voice change?
What is the use of voice change?
Voice change কত প্রকার?
Voice change এর ব্যবহার কি?
Tags
#active_to_passive
#voice_change
#active to passive voice
#active_passive_transformation
#passive voice examples
#grammar_voice_change
#English grammar
#sentence_transformation
#verb_voice_change
#learning_passive_voice
#rules_of_voice_change
#voice_change
No comments