Header Ads

Header ADS

বিসিএস,প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতির,BCS Priliminary Exam Strategies,প্রিলিমিনারি পরীক্ষার সর্টকাট কৌশল

বিসিএস,প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতির,BCS Priliminary Exam Strategies,প্রিলিমিনারি পরীক্ষার সর্টকাট কৌশল

বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতির জন্য করণীয়








প্রতিযোগিতামূলক এ পরীক্ষায় পাস করতে হলে ভালো প্রস্তুতির বিকল্প নেই। প্রিলিমিনারিতে সফল হওয়ার পরামর্শ দিয়েছেন ৪১তম বিসিএসে পুলিশ ক্যাডার পাওয়া ও ৪৩তম বিসিএসে প্রশাসন ক্যাডারে প্রথম স্থান অধিকারী শানিরুল ইসলাম শাওন।

প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতির জন্য

·         প্রথমেই পিএসসির সিলেবাস দেখে নিতে হবে।

·         এরপর আগের বিসিএস প্রিলিমিনারির সব প্রশ্ন ভালোভাবে পড়তে হবে।

 

প্রস্তুতির অভাবে অনেকের প্রিলিমিনারি পরীক্ষার ফল খারাপ হয় পারে। অনেক প্রার্থীই সঠিক চর্চা বা পরিকল্পনার অভাবে নেগেটিভ মার্কিংয়ের কারণে পরীক্ষায় খারাপ করেন। তাই প্রার্থীদের এ বিষয়ে সাবধান থাকতে হবে।

বাংলা বিষয়ে প্রস্তুতি

বাংলা বিষয়ে

সন্ধি,

ধ্বনি,

বাগ্‌ধারা,

শব্দ,

বানান ইত্যাদি বিষয়ে চোখ বুলিয়ে নিন।

প্রকৃতি-প্রত্যয়,

সমাস

বাংলা সাহিত্য অংশে প্রাচীন ও মধ্যযুগীয় মৌলিক তথ্য রিভিশন করুন।

আন্দোলনসংক্রান্ত সাহিত্য এবং পিএসসির নির্ধারিত কবিদের পাশাপাশি

ফররুখ আহমদ,

আহসান হাবীব,

গোলাম মোস্তফা ও

আল মাহমুদের লেখা রচনাগুলো ভালোভাবে দেখে যেতে পারেন।

ইংরেজির বিষয়ে প্রস্তুতি

ইংরেজি গ্রামারের অংশের জন্য

·         Idioms

·         Phrase & clause

·         Gerund & Participle

·         Diterminer

·         Voice

·         Verb

·         Noun

·         Pronoun

·         Vocabulary

এসব বিষয়ের ওপর জোর দিন। অবশ্যই বিগত সব চাকরি ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান করবেন।

ইংরেজি লিটারেচার অংশে বিগত দুটি প্রিলি পরীক্ষায় ১০টি করে প্রশ্ন এসেছে। তাই এ অংশে এখন পরিশ্রম কমে গেছে। তা ছাড়া বিগত ৪৬ বিসিএস প্রিলিতে ইংরেজি সাহিত্যের ১০টির মধ্যে ৭-৮টি প্রশ্নই আগে চাকরির পরীক্ষায় আসা প্রশ্ন। তাই অন্তত সব বিগত চাকরি ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসা প্রশ্নের সমাধান করুন।

মৌলিক প্রশ্নের উত্তর করার জন্য

·         উইলিয়াম শেক্‌সপিয়ার,

·         ইউনিভার্সিটি উইটস,

·         রোমান্টিক পিরিয়ড,

·         ভিক্টোরিয়ান পিরিয়ড,

·         জোনাথন সুইফট,

·         ডব্লিউ বি ইয়েটস,

·         ডিকেন্স প্রমুখ লেখকের রচনা প্রাধান্য দিতে পারেন।

তা ছাড়া সাহিত্যে সর্বশেষ নোবেল পুরস্কার, বুকার ও ম্যান বুকার পুরস্কারের তালিকা দেখে যাবেন।

বিগত কয়েকটি প্রিলি পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করলে দেখা যায়, বাংলাদেশ বিষয়াবলির প্রশ্ন সহজ হচ্ছে। এবার প্রাচীন যুগ থেকে ইংরেজ শাসন পর্যন্ত বিভিন্ন শাসনামল, বাংলাদেশের কৃষিপণ্য, ভূমিকম্প ও প্রাকৃতিক দুর্যোগ, প্রকৃতি ও পর্বত, নানা ধরনের অর্থনীতি (যেমন ব্লু, গ্রিন, সার্কুলার, রুরাল) ও এর ক্ষুদ্রঋণসম্পর্কিত তথ্য, সংবিধান ও এর বাতিল করা অনুচ্ছেদ, অধ্যাপক মুহাম্মদ ইউনূসের জীবনীর উল্লেখযোগ্য তথ্য, ১৯৪৭-৭১এর মৌলিক তথ্য দেখে যেতে পারেন।

 

আন্তর্জাতিক বিষয়াবলিতে

সার্ক, জাতিসংঘ, আসিয়ান, বিমসটেক, কপ সম্মেলন, ওআইসি, আরব লিগ, সাম্প্রতিক মধ্যপ্রাচ্যে ফিলিস্তিন-ইসরায়েল ইস্যু, লেবানন-ইসরায়েল ইস্যু, সিরিয়ার বাশার সরকারের পতন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, মিয়ানমার-থাইল্যান্ডের ভূমিকম্প, যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ ও এর প্রভাব, সর্বশেষ কপ২৯ সম্মেলন, সর্বশেষ অস্কার, নোবেল, পুলিৎজার, র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার ইত্যাদি দেখে যেতে পারেন।

গাণিতিক যুক্তি অংশে

বর্তমানে পাটিগণিতের গুরুত্ব কমে গিয়ে বীজগণিতের প্রশ্ন আসার হার বৃদ্ধি পেয়েছে। তা ছাড়া সাম্প্রতিক প্রিলিগুলোতে নবম-দশম শ্রেণির উচ্চতর গণিত থেকেও দুএকটা প্রশ্ন আসতে দেখা গেছে। এ জন্য শেষ সময়ে পাটিগণিতে সরল ও যৌগিক মুনাফা, লাভ-ক্ষতি, শতকরা, অনুপাত ও ঐকিক নিয়মে জোর দিন। বীজগণিত অংশে সেট, ফাংশন, সূচক ও লগারিদম, বিন্যাস, সমাবেশ, সম্ভাব্যতা, উৎপাদকে বিশ্লেষণ ইত্যাদি বিষয়গুলো অবশ্যই বারবার চর্চা করুন। প্রয়োজনীয় সূত্র খাতায় আলাদা করে লিখে রাখুন, যেন পরীক্ষার আগের রাতে চট করে চোখ বুলিয়ে নেওয়া যায়।

মানসিক দক্ষতা অংশে

 আসলে বিগত সব প্রিলি ও লিখিত প্রশ্ন সমাধান করলেই বেশ কিছু প্রশ্ন কমন পাওয়া যায়। তবে হিসাব ও চিত্রনির্ভর প্রশ্নগুলো নতুন ও মৌলিক ডেটা দিয়ে করা হয়। এ জন্য অধিকতর চর্চা প্রয়োজন। এ ক্ষেত্রে কৌশল/সূত্রগুলো নোট করে রাখুন। আর বাংলা বানান, সমার্থক ও বিপরীতার্থক শব্দ, ইংরেজি ভোকাবুলারি, স্পেলিংএগুলো চর্চা করলে মানসিক দক্ষতার প্রস্তুতিতেও সহায়ক হয়।

বেসরকারি ব্যাংকে এমটি পদে চাকরি, বেতন ৭৫০০০ টাকা

 

দৈনন্দিন বিজ্ঞান অংশে

ডেটানির্ভর প্রশ্নগুলো লিখে পড়বেন। তাহলে পরীক্ষার আগের রাতে রিভিশন সহজ হবে। বিজ্ঞানে প্রশ্ন বর্তমানে একটু কঠিন হয়। সব বিগত প্রশ্ন সমাধান করেও অন্তত দুবার পড়ুন। কমন পাবেন। আর জীবাণু, খাদ্যপ্রাণ, রোগ ও প্রতিকার, পদার্থ, রসায়ন ও চিকিৎসাবিজ্ঞানে নোবেল, চিকিৎসাক্ষেত্রের সাম্প্রতিক উল্লেখযোগ্য অর্জন/ঘটনা অবশ্যই দেখে যাবেন।

কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি অংশে

 মেমোরি, পেরিফেরালস, ল্যাঙ্গুয়েজ, ডেটাবেজ, অপারেটিং সিস্টেম (কম্পিউটার ও স্মার্টফোন) ওয়েব সার্ভার, ব্রাউজার, বুলিয়ান অ্যালজেবরা, বাইনারি কনভারশন, আধুনিক প্রযুক্তিগত বিষয় (সর্বশেষ সুপারকম্পিউটার, জেমিনি, ডিপসিক, ব্লকচেইন, এআই, সর্বশেষ উইন্ডোজ ইত্যাদি) দেখে যাবেন। আর অবশ্যই বিগত সব চাকরির প্রশ্ন সমাধান করবেন। ব্যাংকের পরীক্ষায় আসা প্রশ্নগুলোর সমাধান করা বেশি জরুরি।

বাংলাদেশ বিষয়াবলি ও আন্তর্জাতিক বিষয়াবলি অংশে

 ভালোভাবে আয়ত্ত করলে ভূগোল বিষয়ের পরিশ্রম অনেক কমে যায়। আগের বিসিএস পরীক্ষায় আসা সব প্রশ্ন একাধিকবার সমাধান করুন। আলাদাভাবে শিলা, বায়ুমণ্ডল, স্তর, প্রাকৃতিক দুর্যোগ ও ব্যবস্থাপনা, ভূপ্রাকৃতিক বিষয়গুলো দেখে গেলে ভালো হবে।

নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসনের অংশে

বিগত বিসিএস ও অন্য প্রশ্নগুলো সমাধান করুন। আর বিখ্যাত মনীষীদের বইয়ের নাম ও তাঁদের উক্তি মুখস্থ করে যাবেন। এ অংশের প্রশ্নে সব অপশন প্রায় একই রকম লাগে। তাই এ প্রশ্নগুলো নিশ্চিত না হয়ে যথাসম্ভব কম দাগানো ভালো।

আরো কিছু বিষয়

·         প্রতিদিন মডেল টেস্ট দিতে হবে এবং নেগেটিভ মার্কিং ৫ শতাংশের নিচে রাখার চেষ্টা রাখুন।

·         ১ ঘণ্টা ৪৫ মিনিটে পরীক্ষা শেষ করার চর্চা করুন।

·         প্রতিদিন পত্রিকার পাতায় চোখ বোলান

·         ২০০ নম্বরের পরীক্ষায় ১৩০ নম্বর টার্গেট রেখে পরিকল্পনা সাজাবেন।

·         এর বেশি নম্বর পেলে ভালো, তবে মডেল টেস্টের চেয়ে কম নম্বর যেন না আসে।

·         পরীক্ষার উত্তরপত্র বিশ্লেষণ করে বিষয়ভিত্তিক দুর্বলতা বা শক্তির জায়গা বের করে নিন।

·         যে অংশে উত্তর করলেই ভুল বেশি হচ্ছে, তা পরিহার করুন।

·         যে উত্তরগুলো পারছেন না বা ভুল করছেন, সেগুলোর সঠিক উত্তরগুলো গুরুত্ব বুঝে আলাদাভাবে নোট রাখতে পারেন।

·         চাপ নিলেই ভেঙে পড়ার আশঙ্কা থাকে।

·         চিন্তামুক্ত থেকে পড়ার টেবিলে সময় বাড়ান।

 




  

FAQs

What is the pass mark for BCS preliminary exam?

How many BCS attempts are there in Bangladesh?

What is BCS preliminary?

বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার পাস মার্ক কত?

বাংলাদেশে কয়টি বিসিএস পরীক্ষা করা হয়েছে?





No comments

22 Types of Verb in English Grammar | Verb | Types of Verb | Verb at a glance | Verb A to Z

 22 Types of Verb in English Grammar | Verb | Types of Verb | Verb at a glance | Verb A to Z ALL VERB AT A GALNCE 1.Action Verbs/ Dynamic ...

Powered by Blogger.