Number in English,singular number and Plural number,Number of Noun
Number in English,singular number and Plural number,Number of Noun
Number of Noun
Number শব্দটি দ্বারা কোনো কিছুর সংখ্যাকে বুঝানো হয়। আর Grammar-এর ভাষায়, যে কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর সংখ্যাকে Number বলে। Number প্রধানত দুই প্রকার (1) Singular Number এবং (2) Plural Number। তবে একটি বিষয় বিশেষভাবে মনে রাখতে হবে যে, Noun এবং Pronoun-এর Number হয়।
6.1 Singular number-কে plural number-এ পরিণত করার জন্য কিছু সুনির্দিষ্ট নিয়ম রয়েছে। তবে সাধারণত কিছু word আছে যেগুলোর শেষে শুধু 'ও' যোগ করে plural করা যায়। যেমন- Book-books, Pen-pens, Boy-boys, Cat-cats, Dog-dogs ইত্যাদি।
- Doll-এর সঠিক plural কোনটি?
- Dolse
- Doles
- Dolls
- Dolly
অর্থ মন্ত্রণালয়ের অফিস
সহকারী ২০১১
6.2 যেসব Word-এর শেষে s, ss, sh, ch, x, z রয়েছে, তাদের শেষে 'es' যোগ করে plural করা যায়। তবে ch-এর উচ্চারণ যদি 'ক'-এর মতো হয়, তাহলে তার শেষে শুধু 's' যোগ করে plural করতে হয়। যেমন- Bus-buses, Ass-asses, Dish-dishes, Branch-branches, Stomach (স্টমাক)-stomachs, Monarch (মনাক)-monarchs, Fox-foxes,
Fez-fezes ইত্যাদি।
- Fox-এর সঠিক plural কোনটি?
- foxen
- foxes
- foxs
- foxss
অর্থ মন্ত্রণালয়ের অফিস
সহকারী ২০১১
6.3 Singular noun-এর শেষে f বা fe থাকলে plural করার সময় f বা fe-এর পরিবর্তে ves যোগ করে plural করতে হয়। যেমন-
Singular
Plural
Calf-বাছুর-Calves
Self-নিজ-Selves
Half-অর্ধেক-Halves
Sheaf-গুচ্ছ-Sheaves
Knife-ছুরি-Knives
Shelf-তাক-Shelves
Leaf-পাতা-Leaves
Thief- চোর-Thieves
Life-জীবন-Lives
Wife-স্ত্রী-Wives
Loaf- পাউরুটির খণ্ডবিশেষ-Loaves
Wolf-নেকড়ে-Wolves
Plural form of the word 'knife' is
Knifes
Kniveses
Knives✓
Knifeess
উপজেলা/থানা সহকারী শিক্ষা অফিসার ২০০৫; রাজশাহী
বিশ্ববিদ্যালয় ২০০৬-০৭
6.3.1 কিন্তু Noun
এর শেষে if, ief, eef, oof, বা if থাকলে শুধু যোগ করে plural করতে হয়। নিচের উদাহরণগুলো দেখুন।
Singular
Plural
Belief-আস্থা
Brief-সংক্ষিপ্ত বিবরণী
Briefs
Chief-নেতা
Cliff-উঁচু খাড়া পাহাড়
Dwarf-বামন
Dwarves
Beliefs
Chiefs
Cliffs
Dwarfs/Dwarves
Dwarfes
Gulf-উপসাগর
Hoof-খুর
Hoofs/Hooves
Proof-প্রমাণ
Roof-ছাদ
scarf-গলবন্ধু
Gulfs
Proofs
Roofs
scarf/scarves
[Note: 'ক' ও 'গ' দুটি উত্তরই সঠিক।।
Dwarfs
Dwarx
রাবি ২০১৮-১৯; ইউনিট D (গ্রুপ-১); ঢাকা বিশ্ববিদ্যালয় 'সি' ইউনিট ২০০০-০১
The Plural form of 'dwarf is
6.4 যেসব word-এর শেষে ০ থাকে এবং ০-এর পূর্বে একটি consonant থাকে, সে সকল word-এর শেষে es যোগ করে plural করা হয় আর ০-এর পূর্বে vowel থাকলে শুধু যোগ করে plural করতে হয়। যেমন- Mango-mangoes, Zero-zeroes, Hero-heroes, Echo-echoes,
Bamboo-bamboos, Cuckoo-cuckoos, Studio-Studios ইত্যাদি।
Which is the plural form of the word
'Hero'?
Heros
Heroes✓
Herois
Heross
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ২০০৭
6.4.1 তবে, কিছু Noun-এর শেষে ০-এবং ০-এর পূর্বে একটি consonant থাকলেও শুধু s যোগ করে plural করতে হয়। যেমন-
Singular
Plural
Canto-দীর্ঘ কবিতার সর্গ
Cantos
Piano-বাদ্যযন্ত্র
Dynamo- বিদুয়ার উৎপাদক জরিনের
Dynamos
Quango-চদি কর্মের ফল
Pianos
Quangos
Photo-ছবি
Photos
Quarto-আটপেজা বই
Quartos
খুলনা বিশ্ববিদ্যালয় ২০০৬-০৭
What is the plural of 'photo'?
photoes
photographs
photos√
none of these
6.5 যেসব
Singular noun-এর শেষে y ক্ষেত্রে y-এর পরিবর্তে। এবং শেষে es এবং y-এর পূর্বে consonant রয়েছে, সেসব যোগ করে plural করতে হয়। যেমন-
Singular
Plural
Army-সেনা
Armies
Country- দেশ
Countries
Baby-শিশু
Babies
Fly-মাছি
Flies
Body-শরীর
Bodies
Lady - ভদ্রমহিলা
Ladies
The plural form of the word 'army' is-
armys
armyes
armis
armies✓
ইউনিট ২০০৮-০৯
6.5.1 কিন্তু y এর পূর্বে Consonant না থেকে যদি vowel থাকে, তাহলে শুধু যোগ করে plural করতে হয়। যেমন-
ইসলামী বিশ্ববিদ্যালয় 'সি'
Singular
Plural
Day - দিন
Days
Toy- খেলনা
Toys
Monkey-বানর
Monkeys
Play- নাটক
Plays
6.6 কতগুলো noun-এর মাঝের vowel পরিবর্তন করে plural করতে হয়। যেমন-
Singular
Plural
Teeth
Foot- পায়ের পাতা
Feet
Goose - রাজহংসী
Tooth-দাঁত
Man - পুরুষ মানুষ
Men
Geese
Woman--নারী
Women
Many a-had tried but a few-succeeded. Fill
in the blanks.
men, men
girl, girl
man, men
boys, boy
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইউনিট C
২০১৯-২০
পাউবো'র ডাটা এন্ট্রি
6.6.1 আবার, কিছু word-এর মাঝের consonant এবং vowel-পরিবর্তন করে singular থেকে plural করা হয়। যেমন- Louse (উকুন)- lice, Mouse-mice, Dormouse (ইঁদুর বা কাটবিড়ালির মতো এক প্রকার ছোট প্রাণী)- dormice ইত্যাদি।
Which one is plural form of the word
'mouse'?
Mouses
Mousess
Mice
Mices
6.7 কিছু Noun-এর শেষে en, ren, ne যোগ করে plural করতে হয়। যেমন- Brother-brethren (brothers), Child-children, Ox-oxen, Cow-kine
(cows) ইত্যাদি।
অপারেটর ২০১৯; পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা পরিসংখ্যান কর্মকর্তা ২০১৭; Trust Bank Officer 2012; রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০০৮-০৯
জাতীয় রাজস্ব বোর্ডের সহকারী রাজস্ব কর্মকর্তা
২০১২
Which one is in plural number?
School
Oxen
Leaf
Mathematics
6.8 Singular number এর শেষে um থাকলে plural করার সময় um-এর পরিবর্তে a বসবে। কখনো কখনো Singular number এর সঙ্গে যোগ করে plural করা হয়। তবে প্রশ্নপত্রে দুটিই থাকলে প্রথমটি গ্রহণ করতে হবে। যেমন-
Singular
Addendum (পরিশিষ্ট, সংযোজন)
Agendum (আলোচ্য বিষয়)
Aquarium (কাঁচের মৎস্যাধার)
Corrigendum (শুদ্ধিপত্র)
Cranium (মাথার খুলি)
Curriculum (পাঠ্যক্রম)
Datum (তথ্য, উপাত্ত)
Dictum (সত্য বাণী, নীতিবাক্য)
Effluvium (দূষিত বাষ্পকণা)
Encomium (উচ্চ প্রশংসা)
Epithalamium (বিবাহের গান)
Erratum (শুদ্ধিপত্র)
Exemplum (দৃষ্টান্ত, উদাহরণ)
Exordium (ভূমিকা)
Flagellum (বেত্রদণ্ড)
Fulcrum (উপস্তঃ)
Forum (আলোচনা সভা)
Gymnasium (ব্যায়ামাগার)
Hilum (ডিম্বনাভি)
Hypogastrium (উদরের মধ্যস্থলের নিম্নাংশ)
Plural
Addenda
Agenda
Aquaria/Aquariums
Bacterium (জীবাণু)
Bacteria
Corrigenda
Crania/Craniums
Curricula
Data
Dicta
Effluvia
Encomia/Encomiums
Epithalamia, Epithalamiums
Errata
Exempla
Exordia/Exordiums.
Flagella/Flagellums
Fulcra/Fulcrums
Fora/Forums
Gymnasia/Gymnasiums
Hila
Hypogastria
Singular
Idolum (ভাবমূর্তি)
Medium (মাধ্যম)
Memorandum (স্মারকলিপি)
Optimum (সর্বানুকূল অবস্থা)
Ovum (ডিম্বাণু)
Referendum (গণভোট)
Symposium (আলোচনা সভা)
Ultimatum (চরমপত্র/ শেষ শর্ত)
datum
dat
Plural
Idola
Media
Memoranda
Optima
Ova
Referenda
Symposia
Ultimata/Ultimatums
ইসলামী বিশ্ববিদ্যালয় 'সি' ইউনিট ২০১৪-১৫
Singular form of 'data' is-
datas
none
6.9 যেসব Noun-এর শেষে on রয়েছে, তাদের plural form-এ রূপান্তরের ক্ষেত্রে on-এর পরিবর্তে বসবে। যেমন- Criterion (বিচারের মাপকাঠি)- criteria, Phenomenon (ইন্দ্রিয়গোচর বস্তু /বিশ্বকর ব্যক্তি বা ঘটনা)- phenomena ইত্যাদি।
Plural form of 'Phenomenon' is
Phenomene
Phenomean
Phenomena√
Phanaminas
ইসলামী বিশ্ববিদ্যালয় 'বি' ইউনিট ২০১৪-১৫
6.10. Singular number-এর শেষে is থাকলে plural করার সময় is এর পরিবর্তে es বসবে। যেমন-
Singular Analysis (বিশেষণ)
Plural
Analyses
Axis (অক্ষ)
Axes
Basis (ভিত্তি)
Bases
Crisis (সংকট)
Crises
Diagnosis (রোগ নির্ণয়)
Diagnoses
Hypothesis (অনুমান)
Hypotheses
Oasis (মরূদ্যান)
Oases
Parenthesis (বন্ধনী)
Parentheses
Synopsis (সংক্ষিপ্তসার)
Synopses
Thesis (গবেষণামূলক প্রবন্ধ)
Theses
The plural form of 'Oasis' is:
oasies
oasis
রাজশাহী বিশ্ববিদ্যালয় 'এ' ইউনিট (বিজোড়) ২০১৩-১৪
oasess
oases
6.11. -Singular-এর শেষে us থাকলে plural করার সময় us-এর স্থলে । হবে অথবা us-এর পর es করতে হয়।
Singular
Plural
Alumnus (প্রাক্তন ছাত্র)
Focus (কেন্দ্র)
Alumni
Genius (প্রতিভা)
Foci/Focuses
Locus (সঞ্চারপথ)
Genii/Geniuses
Radius (ব্যাসার্ধ)
Loci
Stimulus (উদ্দীপক)
Radii/Radiuses
Syllabus (পাঠ্যসূচি)
Stimuli
Terminus (শেষপ্রান্ত)
Syllabi/Syllabuses
Termini/Terminuses
6.12 Singular number-এর শেষে থাকলে plural করার সময় এর সাথে অথবা যোগ করতে হবে।
Singular
Plural
Adieu (বিদায়)
Adieux/Adieus
Bandeau (চুলের ফিতা)
Bandeaux
Bureau (দপ্তর)
Bureaux/Bureaus
Flambeau (মশাল)
Flambeaux/Flambeaus
Milieu (পারিপার্শ্বিকতা)
Milieux
Plateau (মালভূমি)
Plateaux/Plateaus
The plural number of 'Bureau'-
Bureax
Buraes
Bureaux √
Bureas
ইসলামী বিশ্ববিদ্যালয় 'বি' ইউনিট ২০১৪-১৫
6.13 Singular number-এর শেষে a থাকলে এর সাথে অথবা অথবা ta যোগ করে plural করতে হবে। যেমন-
Singular
Plural
Alumna (প্রাক্তন ছাত্রী)
Alumnae
Dogma (ধর্মমত, মতবাদ)
Dogmas
Exanthema (রোগবিশেষ)
Exanthemata
Vertebra (কশেরুকা)
Vertebrae
6.14 Singular number-এর শেষে ix/ex থাকলে plural করার সময় ix/ex-এর পরিবর্তে ices বসবে অথবা es যোগ করতে হবে। তবে প্রশ্নপত্রে দুটিই থাকলে প্রথমটি গ্রহণ করতে হবে।
Singular
Appendix (পরিশিষ্ট)
Plural
Index (সূচক, নির্ঘণ্ট)
Appendices/Appendixes (in books)
Radix (উৎস)
Indices/Indexes
Vertex (শীর্ষ)
Radices
Vertices/Vertexes
The plural form of 'appendix' is
appendixes
appendis
appendices
appendesis
6.15 অন্যভাবেও
Singular number থেকে plural number হতে পারে।
Singular
Plural
Bandit (দসা)
Banditti/Bandits
Cherub (স্বর্গীয় দূত)
Cherubim/Cherubs
Madam (ভদ্র মহিলা)
Mesdames
Seraph (দেবদূত)
Seraphim/Seraphs
What is the plural form of the word
'Seraph'?
Seraphs
Seraphes
Serapic
Seraphim
বরিশাল বিশ্ববিদ্যালয় 'ঘ' ইউনিট ২০১৪-১৫
সরকারি মাধ্যমিক সহকারী
শিক্ষক ২০০৯
6.16 কিছু Noun শব্দ রয়েছে যেগুলো সর্বদাই Singular হিসেবে ব্যবহৃত হয়, যেমন-advice, alphabet, bread, furniture, information, knowledge, poetry,
scenery ইত্যাদি।
The plural form of 'alphabet' is-
alphabets
alphabets
alphabeties
none
রাজশাহী বিশ্ববিদ্যালয়। ২০০৯-১০
6.17 Aircraft, brace, barracks, cops, dice,
deer, dozen, gallows, grouse, headquarters, horsepower, hundred, innings,
means, menes, offspring, ineries, score, intone, salmon, species, sheep, swine,
thousand, million billion, trillion, works (factory) ইত্যাদি শব্দের singular plural from একই। তবে dozen,
hundred, score, thousand এর পূর্বে some, many থাকলে অথবা এদের পরে of থাকলে যুক্ত হয়ে plural হয়ে থাকে। যেমন- Some dozens, many dozens কিন্তু এদের plural of যারা অনেক পরিমাণ বোঝায়। যেমন- hundreds of times (শত শত বার), thousands of people (হাজার হাজার লোক) ইত্যাদি।
The plural form of the word 'sheep' is-
sheeps
sheep
sheepes
ships
উপজেলা/থানা শিক্ষা
কর্মকর্তা ২০১০; কারা তত্ত্ববধায়ক ২০১৩
6.18 Ethics, mathematics, news, physics, politics
ইত্যাদি noun গুলো দেখতে plural হলেও এগুলো singular হিসেবে ব্যবহৃত হয়।
Which of the following is not a plural
noun?
Politics
Oases
বেগম রোকেয়া
Measles
Shingles
বিশ্ববিদ্যালয় ২০০৯-১০
6.19 কতকগুলো
Noun সবসময় plural অর্থে ব্যবহৃত হয়। যেমন- aborigines, ashes, assets, belongings, bowels, cattle, livestock,
environs, fetters, measles, mumps, nuptials, police, poultry, proceeds,
savings, scissors, spectacles, surroundings, tidings, trousers, vitals, vermin প্রভৃতি।
Which one of the nouns has no singular
form?
Measles
Horses
Men
Brethren
আইন বিচার ও সংসদ
বিষয়ক মন্ত্রণালয়ের সাব-রেজিস্ট্রার ২০১২
6.20 সংখ্যা, প্রতীক বা বর্ণের শেষে apostrophe ('s) যোগ করে plural number-এ রূপান্তর করা যায়। যেমন-B.A's, i's ইত্যাদি।
Which one is plural number?
five's
fivess
five
fiveses
6.21 কতগুলো
Compound Noun-এর প্রধান অংশের সাথে '৪' যোগ করে plural করতে হয়। যেমন-
ইসলামী বিশ্ববিদ্যালয়
'জি' ইউনিট ২০১০-১১
Singular
Plural
Brother-in-law
Brothers-in-law
Father-in-law
Fathers-in-law
Step-brother
Step-brothers
Maid-servant
Maid-servants
Court-martial
Court-martials
Commander-in-chief
Commanders-in-chief
Looker-on
Lookers-on
কিন্তু কতগুলো Compound Noun-এর প্রত্যেকটি অংশের plural করতে হয়। যেমন-
Singular
Plural
Lord-justice
Lords-justices
Woman-servant
Women-servants
Man-servant
Men-servants
Plural number of 'woman-novelist' is-
woman-novelists
③ women-novelists
√
women-novelist
⑨ woman-novelist
ইসলামী বিশ্ববিদ্যালয় 'বি' ইউনিট ২০১৪-১৫
Full-যুক্ত
Singular Compound Noun-কে 's' যোগ করে plural-এ
রূপান্তর করতে হয়।
Singular
Plural
Basketful
Basketfuls
Mouthful
Mouthfuls
Spoonful
Spoonfuls
FAQs
How many noun numbers are there?
How many times of nouns?
What does the number of a noun mean?
বিশেষ্য সংখ্যা কয়টি?
Noun এর গুণ কয়টি?
No comments