Pronoun Reference rules in bangla | HSC Pronoun Reference | unclear pronoun
Pronoun Reference Rules in Bangla | HSC Pronoun Reference | unclear pronoun
ভূমিকা
Pronoun reference ইংরেজি গ্রামার এর একটি Important topics । বেশিরভাগ শিক্ষার্থী ইংরেজিতে কম দক্ষতা থাকার কারণে তারা Pronoun correction করার সময় Sentence-এ কোথায় pronoun-এর ভুল আছে তা চিহ্নিত করতে ব্যর্থ হয় । ফলে তারা /HSC students Pronoun reference প্রশ্নটি এড়িয়ে যায় । তাই আজ এই blog post এ আমি pronoun references Rules বিস্তারিত তুলে ধরলাম ঃ
Lets Learn more about HSC English 2
what is pronoun References?
Pronoun reference is the practice of making pronouns refer clearly to the words they replace
কোনো Sentence এ Pronoun টি যে Noun এর পরিবর্তে ব্যবহার করা হচ্ছে তা স্পষ্ঠ করা খুবই জরুরি। Pronoun এর Noun কে স্পষ্টভাবে নির্দেশ করার নিয়মই হচ্ছে Clear Pronoun Reference.Example
- Tania and Jesmin are serious in his studies.
- Mahin and Asik went to market.He advised Asik to back home soon
কিন্তু অনেক সময় দেখা যায় কোনো Sentence এ একাধিক Noun থাকলে Pronoun টি কোন Noun কে বোঝাচ্ছে তা বোঝা যায় না। নিচের Sentence টি লক্ষ্য করো,
- I went to a shop to buy a packet of chips, but it didn’t open.
Pronoun reference চানতে হলে , Pronoun সম্পর্কে আগে জানতে হবে
what is pronoun ?
Pro শব্দের অর্থ পরিবর্তে আর Noun অর্থ নাম অর্থাৎ যে Word কোন Noun এর পরিবর্তে ব্যবহৃত হয় তাকে Pronoun বলে।
Pronoun কে আট (১০) ভাগে ভাগ করা যায় ।
ibrahim sir |
Pronoun in details
Lets Learn more about HSC English 2
কোন ব্যক্তি বা বস্তুর পরিবর্তে যে Pronoun ব্যবহার করা হয়, তাকে Personal Pronoun বলে ।
Example
- Simul is a brilliant student.
- Atif goes to school regularly.
- Tahmina is a university student.
- The garden is very beautiful.it is mine
পুরুষ বা মহিলা হিসেবে চিহ্নিত করা যায় না এ ধরনের প্রাণীর ক্ষেত্রে it বলে।
Example :
- Camel is called the ship of desert,it is only vehicles in desert
Rules-3
ছোট শিশুর পরিবর্তে it বলে।
Example :
Example :
- I have a child. It is fine.
Rules-5
কোন Noun বা Pronoun কে জোর দিয়ে উল্লেখ করতে বা গুরুত্ব প্রদানের জন্য it বলে ।
Example :
- It is Arman who is my brother brother.
Rules-6
Impersonal verb এর subject হিসেবে it ব্যবহৃত হয় ।
Example:
- It is raining cats and dogs
সময় বা আবহাওয়া নির্দেশ করতে it ব্যবহৃত হয় ।
Example:
- It is 6 o'clock
- It is rainy season.
Rules-8
Verb to be এর পরে real subject থাকলে এর পূর্বে Provisional subject হিসেবে it ব্যবহৃত হয়
Example:
Example:
- It is difficult to do this
2. Interrogative Pronoun
যে Pronoun দ্বারা কোন প্রশ্ন করা বোঝায় তাকে Interrogative Pronoun বলে ।Lets Learn more about HSC English 2
- What is your name?
- whom do you like most ?
- What class do you read in?
- Which dish does she take ?
👉NB: wh word+be = interrogative pronoun
Wh +word+noun/Adjective= interrogative Adjective
Rules-9
Person বা ব্যক্তি বোঝাতে Who কে বা কারা Whom - কাকে Whose- কার বা কাদের
ব্যবহৃত হয়।
ব্যবহৃত হয়।
Example:
- Who are you?
- Whose is this pen?/Whose pen is this ?
3. Demonstrative Pronoun
Demonstrative' শব্দের অর্থ হল নির্দেশক। যে Pronoun কোন noun কে নির্দেশ করে তাকে
Demonstrative Pronoun
This, These, That, Those,
- That is your home .
- These are my friends .
Different Rule
This +be= demonstrative pronoun
This +noun+be=demonstrative adjective
Example:
(উপরের Sentence এ These হল Demonstrative adjective, কারন These এর পর resturents হল Noun এবং আমরা জানি যে noun এর আগে অন্য কোন শব্দ থাকলে সেটা adjective হয় )
NB একই Noun এর পুনরাবৃত্তি এড়ানোর জন্য singular noun এর ক্ষেত্রে that এবং plural noun এর ক্ষেত্রে
Example:
- These resturents are costly.
- These resturents are costly.
(উপরের Sentence এ These হল Demonstrative adjective, কারন These এর পর resturents হল Noun এবং আমরা জানি যে noun এর আগে অন্য কোন শব্দ থাকলে সেটা adjective হয় )
NB একই Noun এর পুনরাবৃত্তি এড়ানোর জন্য singular noun এর ক্ষেত্রে that এবং plural noun এর ক্ষেত্রে
- The roads of Cumilla are better than Laksam
- The roads of Cumilla are better than that of laksam
4. Reflexive Pronoun
Reflexive pronoun হল objective form এ ব্যবহারিত কোন Pronoun যার মধ্যে Subject এর অর্থ প্রতিফলিত হয় এবং বাক্যে Subject কোন কাজ করলে সেটা Subject এর দিকেই ফিরে যায় ।
- himself,
- herself,
- myself,
- yourself,
- themselves
- ourselves
Example
Tasnim killed himself.
উপরের বাক্যে ‘himself একটা Pronoun, যার মধ্যে Subject (Tasnim) এর প্রতিফলন আছে, এবং Subject (Tasnim) যে কাজ ( kill) করে সেটা তার নিজের দিকে ফিরে যায়, তাহলে 'himself হল Reflexive Pronoun.
Example
Rules-11
উপরের বাক্যে ‘himself একটা Pronoun, যার মধ্যে Subject (Tasnim) এর প্রতিফলন আছে, এবং Subject (Tasnim) যে কাজ ( kill) করে সেটা তার নিজের দিকে ফিরে যায়, তাহলে 'himself হল Reflexive Pronoun.
Example
- Rakib made himself.
- They mould themselves
- I destroy myself.
Rules-11
কর্তা ও কর্ম এক হলে Reflexive Pronoun হয় ।
Example :
Example :
- He go himself
Rules-12
কর্তা কারো সাহায্য ছাড়া নিজেই কাজ করছে, ইহা জোর দেয়ার জন্য Emphatic Pronoun ব্যবহৃত হয়
। এগুলো Subject বা Object এর পরে বসে
। এগুলো Subject বা Object এর পরে বসে
Example:
- He himself draws it
5. Indefinite Pronoun
Indefinite মানে হল অনির্দিষ্ট। যে সব Pronoun অনির্দিষ্ট কোন noun এর পরিবর্তে ব্যবহারিত হয় তাকে Indefinite pronoun বলে । Some, None, Any, Many, One etc.
Ruse-13
সাধারণত অনির্দিষ্ট কোন ব্যক্তি বা বস্তুকে বোঝাতে Indefinite Pronoun ব্যবহার করি। Example One should do one's duty.
Example
- Some are playing Tennis.
- One should do one's duty.
- Many can do this.
(Some,one,many মানে কয়েকজন, কিন্তু কতজন তা বোঝা যাচ্ছে না। অর্থাৎ অনির্দিষ্ট। তাই Some,one,any হল Indefinite pronoun
6.Distributive Pronoun
‘Distribute' শব্দের অর্থ হল ভাগ করা বা বিতরণ করে দেয়া । Distributive Pronoun অনেক গুলো noun বা pronoun এর মধ্যে একটি noun বা Pronoun কে Each, None, Either, Neither fo Distributive Pronoun.
Distributive Pronoun গুলো Singular হয়।
- Incorrect: Each of the boys are meritorious.
- Correct: Each of the boys is meritorious.
7. Relative Pronoun
যে সব Pronoun দুটো বাক্য কে যুক্ত করে বা দুটো বাক্যের মধ্যে relation বা সম্পর্ক তৈরি করে এবং তার আগের কোন Noun কে নির্দেশ করে তাকে Relative pronoun বলে । who, which, what, that হল relative pronoun.
Example
- I saw my mother. She was cooking.
- I saw my mother who was cooking
- He bought a Mobile. The Mobile was new.
- He bought a mobile which was new.
এই বাক্যে which হচ্ছে relative pronoun কারন এটা (which) তার আগের noun (mobile) টাকে নির্দেশ করছে এবং He bought a Mobile এবং The Mobile was new. এই বাক্য দুটো কে যুক্ত করেছে।
- Use of who-person
Ex. I knew the man who died yesterday.
- Use of which -things
Lets Learn more about HSC English 2
- use of what -action
- USe of that-person/activities
8. Reciprocal Pronoun
“Reciprocal' শব্দের অর্থ হল 'পরস্পর ক্রিয়াশীল' । একাধিক Pronoun এর একে অন্যজনের উপর পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া বোঝানো কে Reciprocal Pronoun বলে।
Example
- The two friends like each other.
- The five members of the family like one another.
(দুই বন্ধু একজন আরেকজনকে ভালবাসে ) উপরের বাক্যটিতে দুজন বন্ধুর কথা বলা হচ্ছে যারা একজন আরেকজন কে ভালবাসে । অর্থাৎ তারা পরস্পর ক্রিয়া প্রতিক্রিয়া শীল । তাহলে বলা যায় যে উপরের বাক্যে each other হল একটি Reciproca pronoun
Pronoun Reference rules in bangla
Rules-1
কোন Singular ব্যক্তিবাচক Noun কে Pronoun করলে Subject এ he / she, Object এ him / her এবং Possessive এ his / her হয়।Example
i) The boy is very intelligent. They must do better in the examination.
ii) We taught the student properly. They did not follow our lecture.
iii) The student should follow my duty.
iii) The student should follow my duty.
InCorrect |
Correct |
they,they,my |
he,he,his |
Rules-2
- Subject এ It,
- Object এ It
- এবং Possessive its হয়।
Example
- Chottogram is an ancient city. Chattogram is the economic capital of Bangladesh.
- Suma have bought a mobile phone from Japan. The mobile phone is latest android features
3. কোন Plural ব্যক্তি বা বস্তু বাচক Noun কে Pronoun করলে
- Subject এ they হয়,
- Object এ them হয়
- এবং possessive এ their হয়।
Example
- The students in our locality are active. It will do better in the future.
- I have read many books in my student life. It taught me the life style.
- Tahmid and jerrif have seen many friends in their student life. They are not conscious of one's rights.
- The boy brought two roses. He placed it before his lover.
4. কোন কিছু নির্দিষ্ট করে বোঝালে
- Pronoun এর পরিবর্তে Noun বসে
- এবং ঐ Noun পূর্বে the বসে।
Example
i) Long ago there lived a widow who bought a gold chain for her little daughter. Unfortunately, it was lost.
Ans: the gold chain.
ii) The girl is sent to a famous teacher to learn science. He tried his best to teach her.
Ans: The teacher.
5. Relative Pronoun এর ক্ষেত্রে
i) Long ago there lived a widow who bought a gold chain for her little daughter. Unfortunately, it was lost.
Ans: the gold chain.
ii) The girl is sent to a famous teacher to learn science. He tried his best to teach her.
Ans: The teacher.
5. Relative Pronoun এর ক্ষেত্রে
- ব্যক্তির পরিবর্তে Who,
- বস্তুর বা ইতর প্রাণীর পরিবর্তে Which,
- ব্যক্তি বা বস্তু কোন কিছু না বোঝা গেলে that বসে।
- আর Possessive এর ক্ষেত্রে Whose
- এবং Object এর ক্ষেত্রে Whom বসে
Lets Learn more about HSC English 2
Example
6. Every, each, either, neither etc. Singular. তাই এর পরে Possessive singular হয়।
Example
7. Subject singular হলে Possessive singular হয় এবং Subject plural হলে Possessive plural হয়।
Example
8. দুই এর মধ্যে বোঝাতে Each other এবং দুই এর অধিক এর মধ্যে বোঝাতে one another হয়।
Example
9. One এর Possessive form one's. His / her/ their one এর Possessive form নয়।
Example
10. পূর্বের Sentence এ Possessive যুক্ত Noun থাকলে পরবর্তী Sentence এ Pronoun না বসে Noun বসে এবং ঐ Noun এর পূর্বে the বসে।
Example
11. After, before ও on + verb + ing এর পরে Pronoun না বসে Noun বসে এবং ঐ Noun এর পূর্বে the বসে।
Example
শেষ কথাঃ
- There lived a gentle man in a village which had a great attraction to English.
- I go to a garden who is very beautiful.
- I know the man whom brother is a BCS cadre.
6. Every, each, either, neither etc. Singular. তাই এর পরে Possessive singular হয়।
Example
- Every boy and every girl should do their duty.
- Either Jamil or Arman did their homework.
7. Subject singular হলে Possessive singular হয় এবং Subject plural হলে Possessive plural হয়।
Example
- The officers have done his duties.
- Tanisa has solved their problem .
8. দুই এর মধ্যে বোঝাতে Each other এবং দুই এর অধিক এর মধ্যে বোঝাতে one another হয়।
Example
- Tokir and Nasir hits one another.
- Sahriar, Tania and Rim help each other.
9. One এর Possessive form one's. His / her/ their one এর Possessive form নয়।
Example
- One should do his duty.
- One have to try to reach his final desnination.
10. পূর্বের Sentence এ Possessive যুক্ত Noun থাকলে পরবর্তী Sentence এ Pronoun না বসে Noun বসে এবং ঐ Noun এর পূর্বে the বসে।
Example
- The killer killed a widow's only daughter . She was shocked at the incident.
- The master punished his daughter's friend. He was astonished.
11. After, before ও on + verb + ing এর পরে Pronoun না বসে Noun বসে এবং ঐ Noun এর পূর্বে the বসে।
Example
- Sakib sent me a message. After hearing it, I was sorry.
- Toya has failed in SSC examination. This is a very bad news to her. On hearing it, she committed suicide.
শেষ কথাঃ
sentence এর মধ্যে সঠিক Pronoun বসানো কঠিন হলেও এর নিয়ম গুলো অনেক সহজ ভাবে এখানে তুলে ধরা হয়েছে । আপনি যদি আমার Pronoun reference HSC এর নিয়মগুলো পড়েন video গুলো দেখেন, তাহলে নিশ্চয়ই এইচএসসি পরীক্ষায় pronoun reference এ ভালো করতে পারবেন। তাই নিয়ম গুলো পড়ুন এবং অনুশীলন করুন । ধন্যবাদ
Lets Learn more about HSC English 2
Writter
Ibrahim Khalil
BA (Hons) in English,MA
Dhaka University (7 College)
Assistant Teacher in English
#hsc_pronoun_references #Unclear_pronoun #hsc #Pronoun_references_rules
No comments