Header Ads

Header ADS

Modifier Rules for hsc | Modifier শেখার সঠিক নিয়ম | Rules of modifiers in bangla | Modifier in english

Modifier Rules for hsc |   Modifier শেখার সঠিক নিয়ম |  Rules of modifiers in bangla | Modifier in english 


Introduction:

Modifier English 2nd paper or grammar  অংশের জন্য বেশ গুরুত্বপূর্ণ  একটি টপিক, অথচ এর কথা শুনলে অনেকের গলা শুকিয়ে যায় । কেবল ভর্তি  বা চাকরীর পরীক্ষা নয় Modifier hsc পর্যায়ে অত্যন্ত জরুরী একটি টপিক। আজকে এই ব্লগে আমরা Modifier শেখার সঠিক নিয়ম ও ব্যবহার আলোচনা করবো ।


💨Modifier কী? / What is modifier ?

modifier is a word/phrase/clause which modifies other words in a sentence. 


To be specific,

A modifier is either an adjective or an adverb.The adjectives modify the nouns, and the adverbs modify the verbs or the adjectives or the other adverbs.

👉more lesson for you 

modifier Short cut rules 

Modifier Exercise

modifier short way 

modifier exercise 

Pronoun Reference 

Pronoun References short rules 


Modifier কারা ?


💨 Modifier এর প্রকারভেদ:

Modifier ২ প্রকার:  



Pre Nodifier and Post Modifier 



Pre Modifier কাকে বলে ?

যে Modifier noun এর পূর্বে বসে তাকে Pre-modifier বলে।

Example:

  • Rahman is an honest officer.
  • Rahima is an intelligent lady.

এখানে honest Pre- Modifier যা Noun " officer" শব্দের পূর্বে বসে officer শব্দকে Modify করেছে তাই honest 
শব্দটি Pre-Modifier।


Post Modifier কাকে বলে ?

যে Modifier noun এর পরে বসে তাকে Post-modifier বলে।


Example:
  • I got the problem solved.
  • He walks slowly .
  • I saw a girl singing.


বাক্যে "solved" post modifier যা noun the problem এর পরে বসে the problem কে modify করেছে | তাই solved  শব্দাট post modifier।

Pre-modifier এর ব্যবহার

১. Pre-modifier: Adjective

Adjective শব্দটি Noun, Pronoun কে modify করে ।

Example:

  • It is a rainy day
  • She is a talented Painter

বাক্য দুটিতে Day এবং painter হলো বাক্য দু’টির Noun ।  শব্দ দুটির আগে বসা Adjective “Beautiful” এবং “Talented” হলো আমাদের Pre-Modifier 

👉more lesson for you 

modifier Short cut rules 

Modifier Exercise

modifier short way 

modifier exercise 

Pronoun Reference 

Pronoun References short rules 

২. Pre-modifier: Adverb

 Adverb শব্দটি Noun, Pronoun এর কাজকে modify করে।

Example:

  • The above examples are enough.
  • they are still playing Tennis.

উপরের বাক্য দুটিতে above ও Still  হচ্ছে  Adverb যা Noun এর কাজকে modify করে।


৩. Pre-modifier: Participle

Participle সর্বদা Adjective কিংবা Adverb এর কাজ করে থাকে। Participle তিন প্রকার যা Pre-modifier হিসেবে কাজ করে।


Present Participle 

Present Participle : verb এর base form এর সাথে ing যুক্ত হয়ে গঠিত হয়।

Example:

  • Barking dog seldom bites. 
  • Reading book is good for all 

বাক্য দুটিতে Dog, book হলো Noun আর Barking (Bark+ing), Reading (Read+ing) হলো Pre-Modifier। যা Present Participle Form এ রয়েছে।


Past Participle

Past Participle : এটি verb এর past participle form দিয়ে গঠিত হয়। এই past participle টি noun এর পূর্বে বসে adjective এর কাজ করে। 

Example:

  • America is a developed country.
  • They dislike rotten vegetables .

এখানে country, vegetables হলো Noun আর developed, Rotten হচ্ছে Pre-Modifier। যা Past Participle Form এ রয়েছে।

👉more lesson for you 

modifier Short cut rules 

Modifier Exercise

modifier short way 

modifier exercise 

Pronoun Reference 

Pronoun References short rules 

Perfect Participle 

এটি having + verb এর Past participle form 

Example:

  • Having solved the issues, the boy became a winner
  • Having taken her meal,Jessi went to rest.
এখানে solved and taken issue and her meal কে modify  করেছে তাই  এগুলো Past Participle Form এ রয়েছে।


Noun as pre modifier

(i) Definite article: The

Example:

  • would you pass me the pen please ?
  • The girl was sick.

(ii) Possessives: My, Your, His, Her, Its, Our, Their, Whose

Example:

  • His younger brother is a businessman.
  • My friends are nice person

(iii) Demonstratives: This, That, These, Those

Example:

  • This house is mine
  • The children like these chocolate

(iv) Interrogatives: Which/whose

Example:

  • Which is your favorite color?
  • whose car is this ?

(v) general determiners are: A, An, Any, another, other

Example:

  • It is an easy job.  Anybody can do it
  • you can select another option

Pre-modifier: Quantifier 

Quantifier হলো Noun এর পরিমান (Quantity) নির্দেশক শব্দ।

Singular, non-countable noun quantifier


much, little, a little, a great/little amount of, a lot of, a lot, more, less, some, adequate, enough ইত্যাদি।

Plural, countable noun quantifier


many, some, few, a great/good number of, a lot of, a lot, three, ten, more, less, several, adequate, enough etc .

👉more lesson for you 

modifier Short cut rules 

Modifier Exercise

modifier short way 

modifier exercise 

Pronoun Reference 

Pronoun References short rules 

Example:

  • Tomal  selects few books from library.
  • You should not spend much money unnecessarily.


Few, Much, A lot of শব্দগুলোই Pre-Modifier

Example:

  • we have a lot of landed property.
  • few matter cant solve instantly.

Noun as pre modifier

অনেক সময় noun-ই noun-কে modify করে।

যখন দুটি noun পাশাপাশি বসে, তখন প্রথম noun-টি দ্বিতীয় noun-টিকে modify করে। এক্ষেত্রে প্রথম noun-টি noun হয়েও adjective-এর মতো কাজ করে। যেমন:

Example:

  • The students go to school library daily .
  • This year my father took me to a book fair

এখানে school+library,book+fair হচ্ছে noun. কিন্তু উভয় বাক্যে school এবং book শব্দ দুটি adjective রুপে বসে modifier হিসেবে কাজ করছে।



Pre-modifier: Compound Adjective

Compound Adjective বলতে দুই বা ততোধিক Adjectives যুক্ত হয়ে একটি শব্দ তৈরি করা বুঝায়।

Example

  • Mr Ibrahim is a hard-working man.
  • we aren't free from greenhouse gass immission.

এখানে hard-working আর green house gass , Adjective দুটো Man ও immission, Noun কে Modify করে।


Adjective as Post-Modifier 

 Adjective- Noun/Pronoun কে modify করে। 

Example

  • We got his mother sick.
  • CFC are harmful to the environment.

Sick এবং Harmful Adjective দু’টি “CFC” ও “Mother” Noun এর পরে বসে তাদেরকে modify করছে। 


 Adverb as Post-Modifier:

Adverb- Noun, Pronoun এর কাজকে modify করে।

Example

  • Sima walks slowly.
  • We solve social problems occasionally.

উপরের বাক্য দুটিতে Slowly ও Occasionally হচ্ছে  Adverb যা verb ও Noun এর পরে বসে তার কাজকে modify করছে।

👉more lesson for you 

modifier Short cut rules 

Modifier Exercise

modifier short way 

modifier exercise 

Pronoun Reference 

Pronoun References short rules 

 Participle as Post-Modifier:

Participle সর্বদা Adjective কিংবা Adverb-এর কাজ করে থাকে। Participle তিন প্রকার যা Post-modifier হিসেবে কাজ করে।


Present Participle

এটি verb-এর base form-এর সাথে ing যুক্ত হয়ে গঠিত হয়।

Example

  • She saw a boy singing.
  • Lubna was running after time.

বাক্য দুটিতে boy (Noun), She (Pronoun) আর singing (sing+ing), running (Run+ing) হলো  Post-Modifier। যা Present Participle Form-এ রয়েছে।


Past Participle

এটি verb-এর past participle form দিয়ে গঠিত হয়। এই past participle-টি noun-এর পরে বসে adjective-এর কাজ করে।

Example

  • I got the problem solved.
  • I found my mother cooked

এখানে problem , my mother হলো noun আর solved,cooked হলো Verb এদের পরে বসে তারা কী অবস্থায় আছে তা প্রকাশ করছে। এরা Post-modifiers; যা Past Participle Form এ রয়েছে।


Perfect Participle

এটি  having  বা verb-এর Past participle form + অন্যান্য শব্দ দিয়ে গঠিত হয়। এটি কোনো Clause-এর পরে বসে উক্ত Clause-টিকে Modify করে  অর্থাৎ এটি adverb-এর কাজ করে ।

  • Having got dressed, he slowly went downstairs.
  • Ruman got an 7.5 on his IELTS  test, having spent a week


 Relative Clause as post modifier

A relative clause is a postmodifier--that is, it follows the noun or noun phrase it modifies.

Example

  • Children who hate chocolate are uncommon.
  • They live in a house whose roof is full of holes.


 Noun Phrase/Appositive as Post-Modifier:

এর অর্থ Noun কে বিশ্লেষণ করা+noun সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া

Example

  • Nazrul, the revel poet, wrote many poem
  • Hasan ,the captain of class 7, is a brilliant student


বিঃদ্রঃ Appositive এর আগে পরে অবশ্যই কমা দিতে হবে।


 Infinitive as Post-Modifier:

Verb এর আগে to বসানো হলো Infinitive । এটি Post-modifier এর কাজ করে। 

Example

  • We  have an essay to write.
  • Rim has work to do.

বাক্য দুটোতে Essay, Work হলো Noun, Essay- to write  , Work- to do ,to write, to do পরে বসে Noun কে নির্দিষ্ট করে। তাই এগুলো Post-modifiers.


Preposition/prepositional phrase as Post-Modifier: 

Preposition অনেক সময় Post-modifier হিসেবে কাজ করে।

Example
  • We are looking for a house with a large garden. 
  • She has bought a new laptop with a 19-inch display.

👉more lesson for you 

modifier Short cut rules 

Modifier Exercise

modifier short way 

modifier exercise 

Pronoun Reference 

Pronoun References short rules 

The Dangling Modifier :

what is dangling Modifier ?

Dangling শব্দের অর্থ ঝুলন্ত; দোলায়মান। Dangling Modifier শেখার মূল মন্ত্র হচ্ছে- Modifier যাকে Modify করবে তাকে সবসময় Modifier এর পাশে বসাতে হবে।


Example:
“Seeing the thief, the police ran away. “

বাক্যাটিতে grammatical কোনো ভুল নেই৷ তবে যদি আমরা এর অর্থ করিঃ- “চোরকে দেখে, পুলিশ দৌড়ে পালিয়েছে।” এই হচ্ছে বাক্যের ভুল! আর এখানেই Dangling Modifier এর কাজ।

Dangling Modifier এর ৪ টি Rules ভালো করে বুঝলে কাজ শেষ ।

Rules, 1:
‘Phrase’ সবসময় বাক্যের শুরুতে থাকবে।
Example
Seeing the police, the thief ran away.

Note:- phrase শব্দের অর্থ শব্দগুচ্ছ। phrase হচ্ছে একাধিক শব্দগুচ্চ যেখানে কোনো finite verb থাকে না।

Rules 2:- ‘phrase’ যা বুঝায় তা সবসময় কমার(,) পরপর থাকবে।
Example
Walking alone in the beach, I spotted the ship.

Note:- এখানে phrase কী বুঝিয়েছে? একা সৈকতের মধ্যে হাটা! আর সেটা কে হাটতে ছিলো? ami (I) তাই I কমার পরপর বসেছে৷ এখানে I এর জায়গায় the ship বসালে পুরো অর্থ পরিবর্তন হয়ে যাবে।
Rules 3
Phrase যা বুঝায় তা যদি clause এর subject করে তাহলে clause active এ হবে। আর obj করলে clause passive হবে।
Example
Jumping from the ship ,the boy was bitten by the shark.
Note:- এখানে ship থেকে কে লাফ দিয়েছে The boy তাই rules 2 অনুযায়ী সেটা কমার পরপর বসেছে। কিন্তু clause টার কাজ কে করেছে? বালকটাকে কে কামড় দিয়েছে? the shark. The shark এই clause এর obj তাই clause passive এ হয়েছে।

Rules 4
phrase’ এবং clause এর দুটি কাজ একজনে করলে clause active আর দুটি কাজ দু'জনে করলে clause passive.
Example
seeing the police, the thief ran away.

Note:- এখানে phrase এর কাজ টা কে করেছে? police কে কে দেখেছে? the thief. আবার কে দৌড়ে পালিয়েছে? the thief. তাই clause active হয়েছে। আর ex 3 তে phrase এর কাজ করেছে the boy. তবে clause এর কাজ করেছে the shark তাই clause টি passive হয়েছে।

এই হচ্ছে Dangling Modifier


Conclution

I try my level best to share a detailed blog about Modifier.Hope this lesson help you.if you have more confusion .You can watch my youtube video about modifier .Thanks to visit me.


Writter 





Ibrahim khalil

BA (hons) in English,MA,ELT

Dhaka University (7 college)

Assistant Teacher in English


👉more lesson for you 

modifier Short cut rules 

Modifier Exercise

modifier short way 

modifier exercise 

Pronoun Reference 

Pronoun References short rules 



Tag

#Modifier #modifier in English # modifier_rules #hsc_modifier

#modifier_exercise



No comments

class 6 English Chapter 11.1|Meeting an Overseas Friend|Class 6 English 11.1|class 6 English page 82

class 6 English Chapter 11.1 |Meeting an Overseas Friend|Class 6 English 11.1|class 6 English page 82 class 6 English Chapter 11.1|Meeting a...

Powered by Blogger.